নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার(২১)। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
রবিবার সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বাড়ির ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান,তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগ মিয়াকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতো। গতকাল শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে খাবার খাওয়ার পর স্বামী -স্ত্রী একটি কক্ষে ঘুমাতে যায়।পর দিন সকাল পৌনে ৬ টার দিকে বাড়ির অন্যরা টের পান ঘরের ভিতরে ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরোও জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে কি কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে তা উদঘাটনে জন্য সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।