পাইকগাছা প্রতিনিধি:
আসন্ন ১৭ মে খুলনায় আয়োজিত “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” বিষয়ক বিভাগীয় সমাবেশকে সফল করতে পাইকগাছা উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, যুবনেতা জিএম রুস্তম আলী এবং আবু তালেব।
সভা সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, আমিনুল ইসলাম বজলু, ইকবাল হোসেন, ফয়সাল রাশেদ সনি, হারুন অর রশীদ, কুদ্দুস, বিপ্লব, হারুন, আজহারুল ইসলাম, বাপ্পি, হান্নান, বেল্লাল মীর, রানা, আশরাফুল ইসলাম, ইমরান, আলতাফ হোসেন, রেজাউল ইসলাম, মাসুদ, আক্তার, রাসেল, শাহিন, মাহফুজ, আসলাম, আব্দুল কাদের ও তুহিন।
সভায় বক্তারা বলেন, খুলনার সমাবেশ হবে তারুণ্যের দাবি ও অধিকারের একটি দৃপ্ত উচ্চারণ। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কর্মী-সমর্থকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার, পরিবহন ব্যবস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।