রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
নিয়োগ বিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কাপ্তাই শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের স্নাতক (বিজ্ঞান) শিক্ষাগত যোগ্যতাসহ ১৪তম গ্রেডে এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা জানান, সারা দেশে এক লাখ বিশ হাজারের বেশি অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারীরা টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। অথচ সমমানের অনেক দপ্তরের কর্মীরা ইতোমধ্যে উচ্চতর গ্রেডে উন্নীত হলেও স্বাস্থ্য সহকারীরা এখনও ন্যায্য দাবির বাস্তবায়নের অপেক্ষায়।
তারা আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত নিয়োগ বিধির চূড়ান্ত অনুমোদন দ্রুত প্রদান না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক আন্দোলনে যেতে বাধ্য হবেন।
উক্ত কর্মসূচিতে উপজেলা পর্যায়ের সকল স্বাস্থ্য সহকারী অংশগ্রহণ করেন।