শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপী আয়োজনে ছিল র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, পরিবেশ বান্ধব সচেতনতা মূলক সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: শাবাহাত আলী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মুনিরা খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবম শ্রেণির শিক্ষার্থী বার্জিস আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। যারা সক্রিয়ভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেন।
স্কাউট সদস্যরা নিজ প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে। হাতে ব্যানার পোস্টার নিয়ে তারা অংশ নেয় র্যালিতে, যার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে তরুণদের করণীয় তুলে ধরে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। অপরদিকে, সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তন, তার প্রভাব এবং করণীয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু বলেন, এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ প্রমাণ করেছে, পরিবেশ রক্ষায় তরুণ সমাজের অংশগ্রহণ এবং সচেতনতা আজকের বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।