মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
সারাদেশের মতো রাজশাহীতেও উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ বছর ৫ জুন ঈদ-উল-আযহার ছুটির কারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৮ জুন) দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”।
দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
র্যালি ও আলোচনা সভা
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, “আমরা নানা ধরনের দূষণের মধ্যে বসবাস করছি, যার মধ্যে প্লাস্টিক দূষণ অন্যতম। যত্রতত্র প্লাস্টিক ফেলে পরিবেশের অপূরণীয় ক্ষতি করছি। আমাদের এখনই বিকল্প ব্যবহারের দিকে যেতে হবে—যেমন পাট বা কাপড়ের ব্যাগ।”
তিনি আরও বলেন, “সচেতনতা তৈরি করতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়া সম্ভব।”
বিশেষ বক্তারা যা বললেন
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. গোলাম মোস্তফা, পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন।
চারা বিতরণ ও পুরস্কার প্রদান
আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি, উপস্থিত সবাইকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই দিবস উদযাপন করা হবে এবং পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।