নিজস্ব প্রতিবেদক:
নিজেকে গুম করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন।
এর আগেও, ২০২৩ সালের ১৫ অক্টোবর তিনি গুম-সংক্রান্ত কমিশনে একই অভিযোগ জমা দিয়েছিলেন।
অভিযোগ জমা দিয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন,
“গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাতে আমি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছি। তবে এতদিনেও গুমের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় আমি গভীরভাবে ক্ষুব্ধ।”
তিনি বলেন,
“সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্ব হলো—আইনের বাইরে কাউকে না রাখা এবং গুম-খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ করা।”
নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন জানান,
২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে সশস্ত্র ব্যক্তি তুলে নিয়ে যায়, যারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছিল। এরপর ৬১ দিন নিখোঁজ থাকার পর, ১১ মে ভারতের মেঘালয়ে তার সন্ধান মেলে। সেখানে ফরেনার্স অ্যাক্টে মামলায় গ্রেপ্তার হন তিনি। তবে ২০১৮ সালে ওই মামলায় খালাস পেলেও ভারতের আপিলের কারণে এখনও সেখানেই অবস্থান করছেন।