সাহেব চট্টোপাধ্যায় এখন যেন ধূসর চরিত্রের অন্য নাম। ওটিটিতে একের পর এক রহস্যঘেরা গল্পে তিনি হয়ে উঠছেন দুর্ধর্ষ খলনায়ক। ‘বিজয়া’ সিরিজ হোক বা সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’, তার অভিনীত নেতিবাচক চরিত্রগুলোতে যেন জমে উঠছে রহস্যের গা ছমছমে আবহ।
তাঁর এই ইমেজ আরও পোক্ত হচ্ছে অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজে। হইচই প্ল্যাটফর্মে আসতে চলা সেই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, সাহেব ও শুভশ্রী—দুইজনই হতে চলেছেন সিরিজটির মূল চালিকা শক্তি।
তবে প্রশ্ন উঠেছে, সাহেব কি আর ইতিবাচক চরিত্রে ফিরবেন না? তাঁর চেহারা ও ব্যক্তিত্ব কি শুধুই ধূসর চরিত্রেই বেশি মানায়?
এই প্রশ্নের খানিক উত্তর মিলেছে আরেকটি নতুন কাজ থেকে। জানা গেছে, সাহেব এবার একটি ঐতিহাসিক ছবিতেও অভিনয় করছেন। ছবির নাম ‘বামাক্ষ্যাপা’, পরিচালনায় সায়ন্তন ঘোষাল, প্রযোজনায় এসভিএফ।
ছবিতে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে থাকছেন সব্যসাচী চৌধুরী, যিনি ছোট পর্দায় এই চরিত্রে ইতোমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। আর সাহেব চট্টোপাধ্যায় থাকছেন বামাক্ষ্যাপার পিতা ‘সর্বানন্দ চট্টোপাধ্যায়’-এর ভূমিকায়। ইতিহাস অনুযায়ী, সর্বানন্দের অকালমৃত্যু ঘটে প্রায় চল্লিশ বছর বয়সে—সেই চরিত্রের আবেগ ও ভার বহন করবেন সাহেব।
এই ছবির সংগীত পরিচালনায় রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, বামাক্ষ্যাপার চরিত্রে ব্যবহৃত সব গান গাইবেন সাহেব নিজেই। অর্থাৎ এই ছবিতে সাহেব থাকবেন গায়ক এবং অভিনেতা—দুই ভূমিকাতেই।