রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):
দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলায়ও আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।
কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সর্বমোট ৯০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
তিনি আরও জানান,
- কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮৪ জন,
- কর্ণফুলী সরকারি কলেজ থেকে ৭২২ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আজ প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণে কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি বলেন,
“সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
তিনি আরও জানান, পরীক্ষাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।