মোঃ সোহেল রানা, স্পেশালে করেসপন্ডেন্ট:
রংপুরে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগরী ও রংপুর জেলা শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
৪ ঠা জুলাই (শুক্রবার) বিকাল ৩:০০ ঘটিকায় রংপুর জেলায় স্কুল মাঠে রংপুর মহানগরী আমির, জনাব এটিএম আজম খানের সভাপতিত্বে এবং জনাব মাহাবুবুর রহমান বেলালের সঞ্চালনায় জনসভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আমিরে জামায়াতের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, জনাব, ডাঃ শফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এক ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমরা আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেব না। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে আহবান জানান। সুখী সমৃদ্ধ একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি, জনাব, অধ্যাপক মুজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, জনাব, মাওলানা মিয়া গোলাম পরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, জনাব, মাওলানা রফিকুল ইসলাম খান।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামিক সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর অঞ্চল পরিচালক জনাব, মাওলানা আব্দুল হালিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত, ছিলেন মজলুম জননেতা, রংপুরের কৃতি সন্তান, সদ্য কারা মুক্ত জামায়াত নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জনাব, এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জনাব, মোহাম্মদ সেলিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব, নুরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব, মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, জনাব, মোঃ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ রাজিবুর রহমান পলাশ।
আরো বক্তব্য রাখেন, রংপুর মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর, এটিএম আজম খান ও রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যাপক মোঃ গোলাম রব্বানী।
বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা মমতাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের আট জেলার জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরগণ ও রংপুর বিভাগের ৩৩ জন জামায়াত মনোনীত সংসদীয় আসনের এমপি প্রার্থীগণ।
রংপুর জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানের নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটার ও বিভিন্ন ধর্মাবলম্বীসহ কয়েক লাখ মানুষ জনসভাটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সর্বকালের সর্ববৃহৎ জনসভা হিসেবে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হিসেবে ইতিহাস হয়ে থাকল এই জনসভাটি।