লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোয়াইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা এডভোকেট আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নুরুল হক জামালী এবং সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল।
সমাবেশটি সঞ্চালনা করেন ডোয়াইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান (আসাদ)।
সমাবেশে বক্তারা ইসলামী আদর্শে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।