শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় তুচ্ছ ঘটনায় এক বিএনপি নেতাকে লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত পুরস্কর গুহের পুত্র এবং ইসলামকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রকাশ গুহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২১ জুন রাত ৮টার দিকে ইসলামকাটি দলিল লেখক অফিস সংলগ্ন শহিদুল ইসলামের দোকানের সামনে দু’গ্রুপের মধ্যে চলমান শালিস মীমাংসার সময় তিনি শান্ত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সন্ত্রাসী রিপন শেখ (পিতা: হাবিবুর রহমান খোকন শেখ), হাবিবুর রহমান খোকন শেখ (পিতা: মুজিবর শেখ) ও রসুল গাজী (পিতা: মৃত মোতাহার শেখ) সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।
প্রকাশ গুহ জানান, তারা তাকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেন। কিন্তু অভিযোগ দেয়ার পর থেকে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রকাশ গুহ অভিযোগ করেন, “স্থানীয় প্রভাবশালী মহিদুজ্জামান মধুর ছত্রছায়ায় রিপন শেখ, হাবিবুর রহমান ও রসুল গাজী এখন নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমার এবং আমার পরিবারের ওপর খুন-জখমের ভয়ভীতি দেখানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের একজন অনুসারী ও দীর্ঘদিন ধরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিগত ১৫ বছর ধরে ক্ষমতাসীন দলের নানা নির্যাতনের শিকার হয়েছি। এখনো সেই ধারাবাহিক নির্যাতনের মধ্যেই আছি। যারা অতীতে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, তারাই এখন নতুনভাবে আমাদের নেতাকর্মীদের উপর ত্রাস চালাচ্ছে।”
প্রকাশ গুহ বলেন, “আমাদের ওয়ার্ডে অধিকাংশ বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা সকলে আতঙ্কে দিন কাটাচ্ছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।” তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।