নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে মঙ্গলবার (২৭ মে) দিনভর সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয়ের সচিব ও প্রধান তথ্য কর্মকর্তার কাছে একটি নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়েছে,
“অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”
এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সহজে ও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
এই নতুন আইনের বিরোধিতা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন,
“এটি সংবিধান পরিপন্থী, কালাকানুন এবং দমনমূলক।”
রোববার সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর সোমবার রাতে অধ্যাদেশটি জারি করা হয়।
আজ সোমবার দিনভরও চলেছে বিক্ষোভ। মঙ্গলবার আবারো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা।
সচিবালয়ের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে দর্শনার্থী নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।