ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
সদ্য অনুষ্ঠিত হলো ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা এলোমনাই অ্যাসোসিয়েশন এর প্রথম ঐতিহাসিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের হলরুমে সাবেক ছাত্রদের সরাসরি ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সম্প্রীতির পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাওলানা মনিরুজ্জামান (আলিম ব্যাচ ২০০৪) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার বায়জিদ বোস্তামী (দাখিল ব্যাচ ২০০৭)। ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মাওলানা মনিরুজ্জামান বলেন, “এই সংগঠন শুধু একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম নয়, এটি হবে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখার একটি বলিষ্ঠ উদ্যোগ। আমরা সবাই মিলে কাজ করব মাদ্রাসার সার্বিক উন্নয়নে।”
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বায়জিদ বোস্তামী বলেন, “সাবেক ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং মাদ্রাসার উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করাই হবে আমাদের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে শিক্ষায়, প্রযুক্তিতে ও নৈতিকতায় এগিয়ে নিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কাউন্সিলকে ঘিরে সাবেক ছাত্রদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই দীর্ঘদিন পর দেখা করেন একে অপরের সঙ্গে, ভাগাভাগি করেন স্মৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা। অনুষ্ঠান উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আজিজুর রহমান স্বপন,অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন ,সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সাবেক শিক্ষকগণ।