ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহরগুলো যেমন নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ও মায়ামিতে পারমাণবিক হামলা চালানো সম্ভব হতে পারে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করছে। ইরান বর্তমানে ৮ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং আরও ৩ হাজার কিলোমিটার যুক্ত করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।
নেতানিয়াহু আরও জানান, ইরানিরা আমেরিকার মৃত্যু কামনা করে এমন স্লোগান দেয়, তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েল এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি বলেন, ইসরায়েল যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে, যা অন্য কোনো পরাশক্তির কাছে নেই।
এর আগে চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী সামরিক সংঘাত ঘটে। ওই যুদ্ধে তেল আবিব উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়। ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানবন্দর, গবেষণাগার, সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনা ধ্বংস করে।







