সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজারে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ইজারাদারদের সঙ্গে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
সভায় জেলার বিভিন্ন উপজেলার পশুর হাট ইজারাদার,সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা হাটের নিরাপত্তা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা এবং অননুমোদিত হাট ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার বলেন,“রাস্তা দখল করে হাট বসানো যাবে না। হাট এলাকায় কোনো চাঁদাবাজি, জাল টাকা লেনদেন কিংবা অজ্ঞান-মলম পার্টির তৎপরতা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।”
তিনি হাটে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা এবং জেলা পুলিশের জরুরি নম্বরসহ তথ্য ব্যানার আকারে টানানোর নির্দেশ দেন। এছাড়া, ইজারাদারদের নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগেরও আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।
পুলিশ সুপার বলেন,আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। তবে ইজারাদারদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।