সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার শহরের যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর এলাকা থেকে পুলিশ একটি আসামি নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী জুবের এক যুবককে মারধর করতে দেখে। তখন মডেল থানার সাব-ইন্সপেক্টর উৎপল পাল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে জুবের পীর আজাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র এনে পুলিশকে ধাওয়া করে।
তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং পরে একটি বিশেষ টিম নিয়ে পীর আজাদের বাড়ি ঘিরে ফেলে। অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান,“পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা,ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়,পীর আজাদ একজন চিহ্নিত সন্ত্রাসী,যার অপতৎপরতা দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল।
স্থানীয়দের দাবি: পীর আজাদ ও তার সহযোগীদের দাপটে এলাকাবাসী অনেক দিন ধরেই আতঙ্কে দিন কাটাচ্ছে। পুলিশি অভিযানের পর এলাকার মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।