অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর সদর এলাকায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পাঁচ উশৃংখল পর্যটককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
২৫জুন বুধবার গভীর রাতে মধ্যনগর ব্রীজ এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫জনকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন শেরপুরে নালিতাবাড়ী উপজেলার তাহসিন আহমেদ,ময়মনসিংহের চড়পাড়া এলাকার ইশাক হোসেন শান্ত,বাউন্ডারী রোডে এলাকার আনাফ রাজিন,স্টেডিয়াম রোড এলাকার নাসির হোসাইন ও সাকিনপাড়া এলাকার আহমেদ মাহফুজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান পর্যটন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমান আদালতের এঅভিযান অব্যাহত থাকবে।এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃমনিবুর রহমান বলেন গভীর রাতে ভ্রম্যমান আদালতকে সহায়তা করি এবং দন্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করেন এরপর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।