মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাতের অভিযোগে বিকাশের দুই কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,গ্রেফতারকৃতরা হলেন খলিলুর রহমান আক্তার,বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) এবং তার সহকর্মী সাইদুল ইসলাম (৩৫),পিতা-নুর মিয়া,সাং-সিরাজনগর।
পুলিশ জানায়,গত ৪ জুন সন্ধ্যায় আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রিজে ছিনতাইয়ের একটি ঘটনার সংবাদ পায় তারা। অভিযোগে খলিলুর রহমান জানান, তিনি স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শনের পর মোটরসাইকেলে ভোজপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে ছুরিকাঘাত করে এবং ব্যাগে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।
তবে ঘটনার বিবরণ ও খলিলুরের আঘাতের ধরন সন্দেহজনক মনে হলে পুলিশ ব্যাপক তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে,এটি ছিল পূর্বপরিকল্পিত ছিনতাই নাটক।
অর্থসংকটে পড়া খলিলুর রহমান তার সহকর্মী সাইদুল ইসলামের সঙ্গে মিলে ঘটনাটি সাজান। পরিকল্পনা অনুযায়ী,খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল তার হাতে-পায়ে আঘাত করে ২ লাখ ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে খলিলুরকে বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সত্য স্বীকার করেন। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।