মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামে স্বামীর বিরুদ্ধে নবজাতক সন্তান বিক্রির অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগে বলা হয়, যৌতুক না পেয়ে স্বামী আড়াই লাখ টাকায় শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছেন। প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী রোজিনা বেগম (৩০) জানান, তিন মাস আগে গৌরনদীর একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে তার একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু স্বামী মনজুর আলম সরদার (৪৪) দাবি করেন, একটি কন্যাসন্তান জন্ম নিয়ে মারা গেছে এবং তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে আসা হয়েছে।
পরে বিভিন্ন সূত্রে রোজিনা জানতে পারেন, স্বামী মনজুর শিশুটিকে আড়াই লাখ টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে গত ৩০ জুন সন্ধ্যায় রোজিনাকে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে ঘরের বাইরে ফেলে রাখা হয় বলে অভিযোগ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মনজুর আলম বলেন, “আমি স্ত্রীকে মারধর করিনি, বরং সে আমাকে মারধর করেছে।” সন্তানের বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি কোনো কাগজে সই করিনি, দায় আমার না।”
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”